ক্লাসের পূর্বে করনীয়

➡️ কোড: আপনাকে দেয়া ওয়েলকাম মেসেজে একটি কোড নম্বর দেয়া হয়েছে।সেটি আমাদের প্রতিষ্ঠান এ আপনার পরিচয় বহন করবে।সুতরাং কোডটি যত্ন করে সংরক্ষন করে রাখবেন।পরবর্তীতে কোর্স শেষ হবার পর সাপোর্ট পাওয়ার জন্যও এই কোডটি প্রয়োজন হবে।

➡️ জুম একাউন্ট: আপনি হয়তো অবগত হয়েছেন আমাদের অনলাইন ক্লাস হয় Zoom এপস এর মাধ্যমে।আপনার মোবাইলে জুম এপস না থাকলে ভর্তি হবার পর তা Play Store থেকে ডাউনলোড করে নিবেন। ওপেন করার আগে নীচেরভিডিও টি ভালো ভাবে দেখে নিবেন।

➡️ জুম একাউন্ট: জুমে একাউন্ট খোলার নিয়ম এবং কিভাবে আপনার নাম ও প্রতিষ্ঠান থেকে দেয়া আইডি কোড টি ব্যবহার করবেন তার নিয়মাবলী দেখার জন্য আরও একটি ভিডিও দেয়া হচ্ছে,সেটিও ফলো করবেন।

মনে রাখবেন, ক্লাস শুরুর আগেই ভিডিও দেখে আপনি জুম একাউন্ট খুলবেন এবং আপনার নাম, আইডি কোড টি ব্যবহার করবেন।ক্লাস চলাকালীন সময়ে এই ব্যপারে সাহায্য চাওয়া মানে আপনার ও আপনার সহপাঠীদের সময় নষ্ট করা।

➡️ ক্লাস রুটিন ও নোটিশ:

ক্লাস শুরু হবার পূর্বে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে,সেখানে আপনিসহ সকলকেই ক্লাস রুটিন ও প্রয়োজনীয় সকল নোটিশ দেয়া হবে।ক্লাস রুটিন ভালোভাবে মুখস্ত রাখবেন।বারবার আজকে কি ক্লাস আছে?- জিজ্ঞেস করা যাবে না।কোন কারণে ক্লাস স্থগিত হলে,গ্রুপে জানিয়ে দেয়া হবে।অযথা অবান্তর প্রশ্ন করা যাবে না।ক্লাস সময়ের পূর্বে আপনার গ্রুপে জুম মিটিং লিংক দেয়া হবে,তাতে ঢুকে ক্লাসে জয়েন হতে পারবেন।দয়া করে আপনার জন্য নির্ধারিত সময় ছাড়া জুম ক্লাসে ঢুকবেন না।

➡️ সাপোর্ট:

সাপোর্ট দেয়ার জন্য আমাদের প্রত্যেক গ্রুপেই সাপোর্ট মেম্বার থাকবে যারা আপনাদের সাপোর্ট দিবেন।যার যার গ্রুপের নির্ধারিত সাপোর্ট মেম্বার থেকে নির্দিষ্ট সময় সাপোর্ট নিবেন।কাজ ছাড়া অপ্রয়োজনে কাউকে নক দিবেন না।ক্লাসের পাশাপাশি সাপোর্ট ক্লাসের সময় গ্রুপে জানিয়ে দেয়া হবে।

ক্লাস চলাকালীন করনীয়:

 

➡️ ক্লাসে উপস্থিতি :

ক্লাস শুরু হবার ৫ মিনিটের মধ্যে ক্লাসে উপস্থিত থাকার চেস্টা করবেন।কোন কারণে দেরী হলে সালাম বা কুশলাদি জিজ্ঞেস না করে চুপচাপ ঢুকবেন।বিনা কারণে ভিডিও বা স্পিকার অন করবেন না।কথা বলতে চাইলে হাত তুলে পারমিশন নিয়ে কথা বলবেন।কোন কারণে ক্লাসে অনুপস্থিত থাকলে পরের দিন ক্লাস এর ভিডিও পেয়ে যাবেন,তা দেখে প্র‍্যাক্টিস করবেন।কিছু না বুঝলে নোট করে রাখবেন,সাপোর্ট ক্লাসে সাপোর্ট নিবেন।মনে রাখবেন সাপোর্ট ক্লাসের ভিডিও দেয়া হবে না।

➡️অন্যদের প্রতি আচরণ:

সবার শেখার ক্ষমতা এক থাকে না কিংবা একেকজন একেক স্বভাবের হয়ে থাকে।তাই সবার সাথে সহনশীল আচরণ করার চেস্টা করবেন।আপনার নারী সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।আক্রমনাত্মক মনোভাব বা আচরণ কারো কাছেই কাম্য নয়।

➡️ সফল হতে চান:

ধৈর্য্য ও মনোযোগ সহকারে ক্লাস করুন ও শিখুন।কোথাও আটকে গেলে হাল ছেড়ে দিবেন না।সেটা আরও বেশী প্র‍্যাক্টিস করুন।বিভিন্ন মাধ্যম থেকে শেখার চেস্টা করুন।মনে রাখবেন ভালো স্টুডেন্ট রা ক্লাসের পড়া ছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে শিখে সফল হয়।প্রতিদিনের ক্লাসওয়ার্ক প্রতিদিন করবেন।সময়মত এসাইনমেন্ট জমা দিবেন।আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না।

➡️ ব্যর্থতার দায় কার?

লক্ষ্য স্থির রেখে কাজ করে গেলে সফলতা আসবেই।
অকারণ ব্যস্ততা,নানারকম অযুহাত দিয়ে ঠিকমত শিখলেন না,ক্লাস করলেন না,প্র‍্যাক্টিস করলেন না,ইনকামের জন্য যেই সব পরামর্শ দেয়া হলো মানলেন না,কমিউনিকেশন স্কিল বাড়ালেন না।দিনশেষে ব্যর্থতা আপনার, তার দায়ও আপনার।প্রতিষ্ঠান আপনাকে শুধু শেখাবে,গাইড লাইন দিবে।বাকী কাজ আপনাকেই করতে হবে।